ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রত্যক্ষদর্শীর মুখে ড. জাফর ইকবালের ওপর হামলার বর্ণনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, মার্চ ৪, ২০১৮
প্রত্যক্ষদর্শীর মুখে ড. জাফর ইকবালের ওপর হামলার বর্ণনা ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার বর্ণনা দেন তার সহকর্মী বিশ্বপ্রিয় চক্রবর্তী

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাহত হয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শনিবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে পেছন থেকে মাথায় জখম করা হয় তাকে।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। রোববার (৪ মার্চ) সকালে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে হামলার বর্ণনা দেন ড. জাফর ইকবালের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।

প্রত্যক্ষদর্শী এ সহকর্মীর মুখেই শুনুন পুরো ঘটনা।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
ইইউডি/এইচএ/

** জাফর ইকবাল ‘নাস্তিক’, তাই হামলা চালায় ফয়জুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।