ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিএমএইচে ড. জাফর ইকবাল, চিকিৎসায় বোর্ড গঠন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, মার্চ ৩, ২০১৮
 সিএমএইচে ড. জাফর ইকবাল, চিকিৎসায় বোর্ড গঠন  সিএমএইচে নেয়া হয়েছে ড. জাফর ইকবালকে 

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে। তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

শনিবার (০৩ মার্চ) রাতে এয়ার অ্যাম্বুলেন্সটি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে সিএমএইচে নেয়া হয়েছে।

এর আগে রাত ১০ টায় সিলেট থেকে এয়ার এম্বুলেন্সটি ঢাকায় উদ্যেশ্যে রওনা হয়।  

এর আগে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময় ০০০৩ ঘণ্টা, মার্চ ৪,২০১৮
এএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।