ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলাকারী ছিল ২ জন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মার্চ ৩, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলাকারী ছিল ২ জন আহত হামলাকারী ওই যুবক/

শাবিপ্রবি: লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দুইজন অংশ নিয়েছিল। এর মধ্যে একজন ছিল মোটরবাইক আরোহী। হামলার পরপরই তিনি পালিয়ে যান। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দিনভর ওই হামলাকারীরা ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল।

এদেরই একজনকে হামলার পরপর গণধোলাই দিয়ে অাটকে রাখে শিক্ষার্থীরা। তার অবস্থা অাশঙ্কাজনক, তবে নামপরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।  

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোর্তিময় সরকার তপু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে একাডেমিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন। আমরাও ঘটনাস্থলে আছি। তাকে উদ্ধার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানতে পারবো।

শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।

পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।