ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মার্চ ৩, ২০১৮
ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’ ড. মুহম্মদ জাফর ইকবাল। ফাইল ফটো

সিলেট: দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে উন্নত চিকিৎসার জন্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। 

শনিবার (০৩ মার্চ) রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ড. জাফর ইকবালকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।  

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, স্যার এখন শঙ্কামুক্ত।

এখানে তার ক্ষতস্থানে সেলাইসহ চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্যে বরয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হবে।  

এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুহম্মদ জাফর ইকবালকে ঢাকা এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।  

আরও পড়ুন>>
** 
শাবিপ্রবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

তিনি জানান, মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে আকস্মিক এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮/আপডেট: ২১০০ ঘণ্টা
এনইউ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।