ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ড. জাফর ইকবালের ওপর হামলায় জাসদের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মার্চ ৩, ২০১৮
ড. জাফর ইকবালের ওপর হামলায় জাসদের নিন্দা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

ঢাকা: লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (০৩ মার্চ) সন্ধ্যায় জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বিবৃতিতে বলা হয়, মুক্তমনা প্রগতিশীল বিজ্ঞান মনস্ক লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় ইতোমধ্যে আটক হামলাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া ড. মুহম্মদ জাফর ইকবালের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।