ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গার ৩ কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৫, মার্চ ২, ২০১৮
চুয়াডাঙ্গার ৩ কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গা: চাকরির প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রাম থেকে নিয়ে যাওয়া তিন কিশোরীকে রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে তাদের উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত কিশোরীদের পরিবারের অভিযোগ, মোটা অংকের বেতনের চাকরি দেওয়ার কথা বলে প্রতিবেশী মালেকা ও তাজনিনা তাদের ঢাকার মিরপুরে নিয়ে যায়।

সেখানে তাদের আটকে রেখে শারীরিক নির্যাতন করে।
 
একপর্যায়ে কৌশলে তারা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ওই চক্রের সদস্যদের নামে থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের সূত্র ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তন্নি খাতুন (১৪), সুমাইয়া খাতুন (১৩), তাসনিনা খাতুনকে (১৫) উদ্ধার এবং প্রতারক চক্রের তাজনিনা ও মালেকাকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, প্রতারক চক্রের আটক সদস্যদের বিরুদ্ধে আরো অভিযোগ পাওয়া গেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ