ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় মাছের পোনা জব্দ, ৭ জেলের জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, মার্চ ২, ২০১৮
পাথরঘাটায় মাছের পোনা জব্দ, ৭ জেলের জরিমানা ছবি:প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকার মাঝের খাল থেকে একটি নামবিহীন ট্রলার ও ট্রলারে থাকা ১০ লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ওই ট্রলারে থাকা ৭ জেলেকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ৭ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং পোনাগুলো অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে পদ্মা স্লুইজ এলাকার মাঝের খাল থেকে ১০ লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, নামবিহীন ট্রলার, ১০ লাখ মিটার মশারী নেটজালসহ ৭ জনকে আটক করে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন, খুলনা জেলার রুপসা থানার আলাইপুর গ্রামের উজির আলী শেখের ছেলে আবসার আলী (২৯), মো. লুৎফুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২০), শেখ গোলাম রব্বানীর ছেলে জাকারিয়া শেখ (২১), সালাউদ্দিন শেখের ছেলে শেখ মিন্টু (২৩), আবুল হাসান সিকদারের ছেলে আসাদ সিকদার (৩২), হামিদ সিকদারের ছেলে এখলাস সিকদার (৩০) ও সামসু সিকদারের ছেলে ইজাবুল সিকদার(২২)।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির জানান, ভ্রাম্যমান আদালতে ৭ জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছের পোনা বিষখালী নদীতে অবমুক্ত ও ট্রলারটি ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ