ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মার্চ ১, ২০১৮
নেত্রকোনায় গাঁজাসহ ২ বিক্রেতা আটক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সুটকেসভর্তি পঞ্চাশ হাজার টাকার গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটক মাদক বিক্রেতা শরিফ মিয়া (১৯) কুমিল্লা জেলার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা মো. মামুন (২০)।

বৃহস্পতিবার (০১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলের দিকে গোপন তথ্য পেয়ে মাদক বিক্রেতাদের আটক করা হয়। সুটকেসভর্তি প্লাস্টিকে মোড়ানো ১০ কেজি গাঁজা নিয়ে তারা ঢাকাগামী বাসের টিকেট কেটেছিল। গাঁজাগুলোর মূল্য ৫০ হাজার টাকা।

এদিকে আটকের পর দুই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।