ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, মার্চ ১, ২০১৮
টঙ্গীতে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত ছবি:প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় রমজান আলী আকন্দ (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই কোরবান আলী আকন্দ জানান, টঙ্গীর গাজীপুরা এলাকায় নাছির মিয়ার বাড়িতে তারা দুই ভাই ভাড়া থাকতো। রমজান আলী রিকশা চালাতো।

রাত ৯টার দিকে রিকশা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক রমজান আলী আকন্দকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা জানান, রাত সাড়ে ৯টার দিকে রমজান আলী আকন্দকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
আরএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।