ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মালিতে নিহত সৈনিক জামালের পরিবারে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, মার্চ ১, ২০১৮
মালিতে নিহত সৈনিক জামালের পরিবারে শোকের মাতম

চাঁপাইনবাবগঞ্জ: পশ্চিম আফ্রিকার দেশ মালি’র দোয়েঞ্জা এলাকায় বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চার জন। এরা প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। 

তাদের মধ্যে সৈনিক জামাল হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধূমিহায়াতপুর-ঘাইসাপাড়ায়। তিনি মো. মেসের আলীর ছেলে।

মেসের আলীর তিন ছেলে মেয়ের মধ্যে জামাল সবার বড় ছিলেন।  

নিহত জামাল হোসেনের চাচা রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ২০০৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জামাল হোসেন। ১০ মাস আগে পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জায় শান্তিরক্ষী মিশনে যান তিনি। এরপর বুধবার মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার বাংলাদেশী সেনাবাহিনী প্রাণ হারায়। পরে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইলে জামালের মৃত্যুর খবর জানায়।  

এরপর থেকে জামালের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা মেসের আলী। মা ফেরদৌসি বেগম ছেলের ছবি বুকে ধরে স্তব্ধ হয়ে পড়েছেন। তার স্ত্রী শিল্পী বেগম একমাত্র পাঁচ বছরের ছেলে শিমুলকে নিয়ে বিছানায় কাতর হয়ে পড়ে আছেন। শুধু পরিবার নয় জামালের বাড়ির আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ছায়া।

এদিকে, জামালের মা ফেরদৌসি বেগম দ্রুত ছেলের মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।