ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে অপহরণের ২২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মার্চ ১, ২০১৮
গৌরনদীতে অপহরণের ২২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা থেকে অপহরণের ২২ দিন পরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ মার্চ) উপজেলার হোসনাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, উপজেলা কান্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গত ৭ ফ্রেরুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার শাহজাহান হাজীর ছেলে শামীম হাজী ও তার সহযোগীরা অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনার ৯ দিন পর ১৬ ফ্রেরুয়ারি গৌরনদী মডেল থানায় পাঁজজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন অপহৃতার বাবা। মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ ফ্রেরুয়ারি অভিযুক্ত অপহরণকারীর চাচা আলী আকবর হাজীকে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।  

পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।