ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী একজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, মার্চ ১, ২০১৮
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী একজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ কামাল হোসেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম আহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে, এদিন অন্য কোনো দলের মেয়র প্রার্থীকে মনোনয়নপত্র দিতে দেখা যায়নি।

এছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকেরা।

৪ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ২৯ মার্চ। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩১৫।

এর আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ কামাল হোসেন নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।