ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে মাদক রোধে সাংবাদিকদের সহায়তা কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, মার্চ ১, ২০১৮
রাজশাহীতে মাদক রোধে সাংবাদিকদের সহায়তা কামনা রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং

রাজশাহী: রাজশাহীতে মাদকের ভয়াবহতা প্রাতিরোধে সাংবাদিকদের সহায়তা কামনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের কাছে এ সহায়তা কামনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) হেলাল মাহমুদ শরীফ।

প্রেস ব্রিফিংকালে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক জাফরুল্লাহ কাজল মাদকের ভয়াবহতা ও নিজেদের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এসময় মাদক নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, তাদের দফতরে জনবল সংকট রয়েছে। সারাদেশে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের মোট কর্মকর্তা-কর্মচারির সংখ্যা প্রায় ৮০০ জন। এই স্বল্প জনবল নিয়েই মাদক নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য মাদক নির্মূলে তিনি সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন।

রাজশাহী জেলা তথ্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক লুৎফর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, সহকারী তথ্য অফিসার আবদুল আহাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।