ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সারাদেশে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, মার্চ ১, ২০১৮
সারাদেশে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’ শুরু বক্তব্য রাখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি মো. জামাল উদ্দিন আহমেদ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শীর্ষক স্লোগানে বৃহস্পতিবার (১ মার্চ) থেকে সারাদেশে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’ শুরু হয়েছে।

বেলা সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি)  মো. জামাল উদ্দিন আহমেদ তার সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনসতেনতা গড়ে তোলার লক্ষ্যে বুধবার (২৮ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম সভাপতিত্বে আন্তঃমন্ত্রাণালয় সভা অনুষ্ঠিত হয়।

‘বৃহস্পতিবার থেকে মাদববিরোধী তথ্য অভিযান শুরু করা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে সব গণমাধ্যমে প্রচার করা হবে। ‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রচার করবে। ’

জামাল উদ্দিন আহমেদ বলেন, স্কুল-কলেজে কমিটি করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন এক মিনিট করে হলেও মাদকের ভয়াবহতা তুলে ধরা হবে।

মাদকের সরবরাহ কমানোর জন্য বিক্রেতাদের পাকড়াও করতে অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, গত বছর অভিযানে ১২ হাজার ৬৫১ জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। মামলা হয়েছে ১১ হাজার ৬১২টি।

তিনি বলেন, তথ্যের ভিত্তিতে কোনো এক এলাকায় মাদকের অভিযান চালানো শেষ করে ফিরে এলে জানতে পারি সেখানে আবার মাদক বিক্রি শুরু হয়েছে। তাই এদের নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিদফতরের কেউ যদি এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তবে প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।