ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সড়কে উল্টে পড়লো বাঁশবোঝাই ট্রাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৪, মার্চ ১, ২০১৮
সড়কে উল্টে পড়লো বাঁশবোঝাই ট্রাক বাঁশবোঝাই ট্রাক উল্টে সড়কের উপর পড়ে আছে

দিনাজপুর: ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নেওয়ায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি বিশ্বরোড এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। 

বৃহস্পতিবার (১ মার্চ) সকালে নিমনগর বালুবাড়ি বিশ্বরোড এলাকায় উল্টে গিয়ে দিনাজপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সীমানা প্রাচীরের উপর ট্রাকটি পড়ে যায়। এসময় সীমানা প্রাচীরের অনেক অংশ ভেঙে যায়।

 

স্থানীয়রা জানান, দশমাইল থেকে দিনাজপুর শহর হয়ে ঢাকা যাওয়ার সময় বাঁশবোঝাই ট্রাকটি পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে গতিরোধকের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ভার বেশি হওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পলিটেকনিক্যালের সীমানা প্রাচীর ভেঙে যায়। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।