ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, মার্চ ১, ২০১৮
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছুরিকাঘাতে আহত রাকিবুল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়।

এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাকিবুলসহ তার সহপাঠী ইমরান হোসেন মুন্না (১৫) ছুরিকাঘাতে আহত হয়।

ইমরান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

যাত্রবাড়ী মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিবুল ও মুন্না। তারা থাকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিমপাড়ায়।

আহত ইমরান বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় রাকিবুলসহ তার সাত বন্ধু মিলে কাজলায় বেড়াতে গেলে ১২ জন যুবক তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো ছুরিসহ তাদের মারধর শুরু করেন। এ সময় রাকিবুলের ডান পায়ে ও পেটে আর মুন্নার পিঠে ও চোখে ছুরিকাঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান রাকিবুলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে লবণ ফ্যাক্টরির এলাকায় বেড়াতে যায়। এ সময় ওই এলাকার ছেলেরা তাদের উপর হামলা চালায়। এতে মুন্না ও রাকিবুল আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে রাকিবুলের তার মৃত্যু।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।