ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিল স্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিল স্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিয়েছে তার স্ত্রী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মাদকাসক্ত স্বামী মিরাজুল ইসলামকে (৫০) তার স্ত্রী রুবিনা খাতুন ও মা শাহিদা পুলিশে সোপর্দ করেন।

মা শাহিদা বাংলানিউজকে জানান, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দিন দিন তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ পরিবারের সদস্যরা।

স্ত্রী রুবিনা বাংলানিউজকে জানান, প্রতিদিন মাদক সেবন করে বাড়িতে এসে সবাইকে অকথ্য ভাষায় গালি ও আসবাবপত্র ভাঙচুর করে। বাধ্য হয়ে নিজ স্বামীকে পুলিশে দিয়েছি।

পরে মাদকাসক্ত মিরাজুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদের কাছে হাজির করা হয়। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।