ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে কাঠের কয়লা তৈরি কারখানায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
গাজীপুরে কাঠের কয়লা তৈরি কারখানায় অভিযান ভেকু মেশিন চালিয়ে কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিচ্ছে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় কাঠের কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালকা করা হয়েছে। এসময় কয়লা তৈরির ৩৬টি চুল্লি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) চালিয় গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় র্দীঘদিন ধরে চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৩৬টি চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয় হয়।

অভিযান চলাকালে লাকড়ি, পরিত্যক্ত ইট ও কাঠের কয়লা জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া মালামাল এক লাখ ৩২ হাজার টাকায় নিলামে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জোহা, গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-মাহমুদ, পরিদর্শক দিলরুবা আক্তার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।