ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বালিয়াকান্দিতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বালিয়াকান্দিতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শাওন সরকার (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ওই গ্রামের হোটেল ব্যবসায়ী গণেশ সরকারের ছেলে ও সে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শাওনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শাওনের বাবা তাকে পড়ালেখার জন্য বকা দেন। এতে বাবার ওপর অভিমান করে শাওন। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাওনকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবা উদ্দিন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।