ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালক নিহতসহ কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাত পুলিশ সদস্য ও ২৫ শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় পুলিশ বহনকারী মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (৩৩) নামে এক মাইক্রোবাস চালক নিহত হন। এসময় আহত হন সাত পুলিশ সদস্য।

নিহত মাইক্রোবাস চালক খুলনা জেলার রুপসা ইউনিয়নের তিলক গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শহীদুল ইসলাম, বশির, হাসান, নায়েক কৌশিক, পুলিশ সদস্য জিয়া, আলামীন ও জাহাঙ্গীর।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে তারা মাইক্রোবাসে করে দিনাজপুর পুলিশ লাইন থেকে খুলনা পুলিশ লাইনের উদ্দেশে যাচ্ছিলেন। বিত্তিপাড়া নামক স্থানে পৌঁছালে মালবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক মনিরুল নিহত এবং সাত পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি পিকনিকের বাস কুষ্টিয়ার পাটিকাবাড়ি মুচিপাড়া নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কমপক্ষে ২৫ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।