ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। একইসঙ্গে আসামিকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়া রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করেন। এতে শিখা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখার বাবা মো. সিরাজ উল্লাহ বাদী হয়ে মো. শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে রায় এই দেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।