ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কি. মি. এখনো যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কি. মি. এখনো যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কি.মি. এলাকায় এখনো যানজট

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু থেকে সোনারগাঁও পর্যন্ত প্রায় ৩৫ কি.মি. অংশজুড়ে এখনো যানজট রয়েছে। মহাসড়কের সোনারগাঁও, গজারিয়া, ভবেরচর ও মুগদাপাড়ায় যানজটের তথ্য জানা গেছে। তবে দুপুরের পর কুমিল্লার অংশে যানজট কমতে শুরু করেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এ মহাসড়কের কুমিল্লা অংশের গৌরীপুর থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত সাড়ে ৭ কি. মি. অংশে যানজট ছিলো। দুপুরের পর থেকে যানজট কমতে শুরু করে।

বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি অংশে ২ কি.মি. যানজট রয়েছে। তবে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

স্থানীয় সূত্র মতে, নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে দুই লেনে চলমান সংস্কার কাজ, দাউদকান্দি টোলপ্লাজা ও মেঘনা সেতু টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতিই যানজট সৃষ্টির মূল কারণ। এছাড়া ভবেরচর, গজারিয়া সড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। মহাসড়কের এ অংশে কোনো না কোনো ট্রাক বা লরি উল্টে রাস্তার পাশে পড়ে যানজটের সৃষ্টি হয়। অনেক সময় দুর্বল ট্রাফিক সিস্টেমের ফলে এ যানজট লেগে থাকে। এর প্রভাব পড়ে পুরো মহাসড়কজুড়ে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কমেছে। আশা করি সন্ধ্যার মধ্যে পুরো মহাসড়কের যানজট নিরসন হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।