ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বর্ষার নতুন পানিতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, আগস্ট ১১, ২০২৫
বর্ষার নতুন পানিতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা মাছ শিকারে ব্যস্ত জেলেরা

ঢাকা: বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঋতু। বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন জীবন পায়—নদী-নালা, খাল-বিল সব পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে, চারদিক পানিতে থৈ-থৈ করে।

বৃষ্টি ও নতুন পানির প্রবাহে প্রাণ ফিরে পায় জীববৈচিত্র্য।

এ সময়ে নদী-নালা ও বিলগুলোতে মাছের সমাগম বাড়ে। ফলে পেশাদার জেলেদের পাশাপাশি অনেক শৌখিন মানুষও নেমে পড়েন মাছ ধরতে। এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামবাংলার জলাভূমিগুলোতে। ডেমরার শীতলক্ষ্যা নদীতেও দেখা যায় এমন দৃশ্য—নৌকায় চড়ে মাছ ধরছেন জেলেরা, কেউ জাল ফেলছেন, কেউবা মাছ সংগ্রহে ব্যস্ত।

বর্ষাকালে মাছ শিকার শুধু জীবিকা নয়, অনেকের কাছে এটি আনন্দ আর ঐতিহ্যেরও অংশ।

বর্ষা এলে খাল-বিল ও জলাশয়গুলোতে দেখা মিলছে মাছ শিকারিদের উৎসব। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষেরা বর্ষা মৌসুমে নানা পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করে। সকাল হলেই নদী বা খাল বিল বা ডোবার পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পরে শিশু ও কিশোররা।

শনিবার (৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ডেমরা শীতলক্ষ্যা নদীতে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন জেলে। তাদের হাতে মাছ শিকারে বিভিন্ন ধরনের জাল। একেকজন একেক জাল দিয়ে মাছ শিকারে করছেন। বর্ষার নতুন পানিতে শিশু ও কিশোররা সাঁতার কাটতে এসে অনেককে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

শীতলক্ষ্যা নদীতে মাছ শিকার করছেন শাহজাহান তিনি বাংলানিউজকে জানান, আমার পেশা মাছ শিকার করা বর্ষা মৌসুম ছাড়াও আমি সারা বছরই মাছ শিকার করি। কিন্তু অনেকদিন হলো নদীতে পানি এসেছে কিন্তু এখনো তেমন মাছ পাওয়া যাচ্ছে না, হয়তো আর কিছুদিন পরে জালে মাছ ধরা পড়বে। আমার মত অনেকেই নদীতে জাল ফেলছে কিন্তু তেমন মাছ জালে ধরা পড়ছে না।

শাজাহান মিয়া আরও জানান, আমি গতকাল রাতে চায়না চাঁই, পেতে রেখেছিলাম দেশি কিছু মাছ পেয়েছি তবে চাহিদার তুলনায় অনেক কম।

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকায় ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছেন শুকুর আলী। তিনি বাংলানিউজকে জানান, আমি শখে মাছ ধরি, বর্ষাকালে বিলের মধ্যে মাছ শিকার করে পরিবারের চাহিদা মিটিয়ে বাকি যে মাছ থাকে তা বাজারে বিক্রি করে দেই। এতে সময়ও কাটে কিছু বাড়তি আয়ও হয়। আমার মতো এ গ্রামের অনেকেই শুধু বর্ষা এলেই মাছ শিকার করে।

বর্ষা মৌসুমে যেসব পদ্ধতিতে মাছ শিকার করেন জেলেরা যেমন ঝাঁকি জাল, টানা জাল, ঠেলা জাল, চাঁই, বড়শিসহ আরও নাম না জানা অনেক পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করেন স্থানীয় জেলে ও শিশু কিশোররা। এছাড়াও বর্ষা এলে ভেসাল জাল, ঝাঁকি জাল, ধর্মজাল, ফলিং নেট দিয়েও মাছ ধরতে দেখা যায়।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।