মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর।
সোমবার (১১আগস্ট) দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। ১৩ আগস্ট মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই পররাষ্ট্র সচিব কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব।
এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফর করেন। সে সময় প্রধান উপদেষ্টাকে তিনি মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
৪ চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই হতে পারে। এছাড়া ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ( বিআইআইএসএস) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও কয়েকটি বিষয়ে সমঝোতা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই সংখ্যা বাড়তে পারে।
এদিকে প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে রোববার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা-এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে বলেও জানান শফিকুল আলম।
টিআর/এসআইএস