ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে প্রাচীর ধসে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
হবিগঞ্জে প্রাচীর ধসে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে প্রাচীরের ভেতর থেকে ক্রিকেট বল আনতে গিয়ে প্রাচীর ধসে রিমন মিয়া (১৫) নামে এক ছাত্র মারা গেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার আব্দুস সহিদের ছেলে ৮ম শ্রেণির ছাত্র রিমন মিয়া ও শাহ হেলাল মিয়ার ছেলে তানিমসহ কয়েকজন একটি প্রাচীরে উঠে বল আনতে যায়।

এসময় প্রাচীর ধসে পড়লে দু’জন গুরুতর আহত হয়।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।