ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

কুবিতে শিক্ষকদের ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
কুবিতে শিক্ষকদের ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড উদ্বোধন কুবিতে শিক্ষকদের ব্যাটমিন্টন প্লে গ্রাউন্ড উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের খেলার জন্য ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সমাজবিজ্ঞান অনুষদের সামনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন।  

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. এন এম রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী প্রমুখ।

 

এদিকে, শোভাযাত্রা, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন, সংগঠনটির সভাপতি আনোয়ার ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।