ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

পুলিশের ওপর হামলাকারী নব্য জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পুলিশের ওপর হামলাকারী নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে আসমাউল হুসনা ওরফে সুমনা (২২) নামে নব্য জেএমবির এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় মোমেনা সোমা (২৪) নামে এক বাংলাদেশি নারী শিক্ষার্থীকে আটক করে স্থানীয় পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসি সদস্যরা গত ১১ ফেব্রুয়ারি কাজীপাড়াস্থ মোমেনার বাসায় যান।

পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোমেনার ছোট বোন সুমনা আকষ্মিকভাবে সিটিটিসি’র এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সুমনার বাসায় তল্লাশি চালিয়ে একটি চাকু, একটি ল্যাপটপ ও দু’টি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমনা নিজেকে নব্য জেএমবি’র একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। অনলাইনে বিভিন্ন ভিডিও এবং ফেসবুক পেইজ থেকে উদ্বুদ্ধ হয়ে সে নব্য জেএমবি’র সদস্য হয়েছে বলেও জানান এসি সুমন কান্তি চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।