ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁস, ২ শিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁস, ২ শিক্ষক আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই প্রাইভেট শিক্ষককে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে শিক্ষক শহিদুল ইসলাম ও রাসেল পারভেজকে আটক করা হয়।

আটক শহিদুল বাগবাড়ী এলাকার সোহরাব সিকদারের ছেলে ও রাসেল একই এলাকার সেকান্দার আলীর ছেলে।

তারা বাগবাড়ি এলাকার সাদ কোচিং সেন্টারের শিক্ষক।

দুই শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বাংলানিউজকে জানান, আজকে অনুষ্ঠিত এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার শুরুতেই বাগবাড়ি এলাকায় মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে প্রশ্নপত্র লেনদেন করার সময় শহিদুল ও রাসেলকে আটক করা হয়। আটক দুই শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।