ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ  রায় শোনার পরই বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শোনার পর আদালতের বাইরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। 

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচবছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ রায় শোনার পরপরই বকশীবাজার মোড়ে অবস্থানরত আইনজীবীরা ‘মানি না, মানি না’ বলে স্লোগান দেন।

তারা বলতে থাকেন, ‘আমার নেত্রী, আমার মা, জেলে যেতে দিবো না, খালেদা জিয়ার কিছু হলে, আগুন জ্বলবে আগুন ঘরে ঘরে, অবৈধ এ রায় মানি না, মানবো না’।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।