ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, ফেব্রুয়ারি ৮, ২০১৮
খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের সাতমাইল এলাকার গনেশ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান পরিচালনা করে ২টি এলজি, ১টি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বুধবার খাগড়াছড়ি সদরের গনেশ পাড়া এলাকায় সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করতে গেলে জানতে পারেন স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট।

পরে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।