ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

নাগেশ্বরীতে মাদকসেবীসহ আটক ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, ফেব্রুয়ারি ৫, ২০১৮
নাগেশ্বরীতে মাদকসেবীসহ আটক ৮ আটক ব‌্যক্তিরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়াবা বিক্রেতা, মাদকসেবীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, নাগেশ্বরী পৌরসভা এলাকার হাজীপাড়া কবরস্থান এলাকা থেকে রোববার সন্ধ্যায় আট পিস ইয়াবাসহ জুম্মা পাড়ার তাজুলকে আটক করে। রাতে দক্ষিণ রামখানা ফেলানী মোড় থেকে মাদক সেবনের অপরাধে কুড়িগ্রাম সদরের পরমালী গ্রামের রতন খন্দকার, কৈকুড়ীর পাড় গ্রামের তপন রানা ও নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গোয়ালীপাড়ার মনিরুজ্জামান মামুনকে আটক করা হয়। এছাড়া সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, আব্দুস ছালাম ও আক্কাস আলীকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককৃত ৮ জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।