ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

মেডিনোভা ডায়াগনস্টিক থেকে ফেনসিডিলসহ মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, ফেব্রুয়ারি ২, ২০১৮
মেডিনোভা ডায়াগনস্টিক থেকে ফেনসিডিলসহ মাদক উদ্ধার মেডিনোভা ডায়াগনস্টিক থেকে উদ্ধারকৃত মাদক

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৫/এ এর ৭১ নং বাড়ির মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো ইউনিটের সহকারী পরিচালক খুরশিদ আলম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মেডিনোভায় শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান চলে। অভিযানের সময় ফেনসিডিল, বিয়ারক্যানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।