ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় বিজিবি’র শীর্ষ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জানুয়ারি ৩১, ২০১৮
কুষ্টিয়ায় বিজিবি’র শীর্ষ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিজিবি’র শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিজিবি সেক্টর কুষ্টিয়ার ব্যবস্থাপনায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সীমান্তবর্তী অঞ্চলের জনগণের মধ্যে গণসচেতনতা এবং দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গি কার্যক্রম দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লাইলাফুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ।  

এছাড়াও কুষ্টিয়ার ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর বিজিবির অধিনায়ক, উপ-অধিনায়করা এতে বক্তব্য রাখেন।

সেমিনারে কুষ্টিয়া ও আশপাশের জেলার বিজিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সীমান্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।