ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে তুলার কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জানুয়ারি ৩০, ২০১৮
 ঈশ্বরদীতে তুলার কারখানায় আগুন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তুলা

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি মালিকপক্ষের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর রাজ্জাক প্রামাণিকের তুলার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে মিলের অভ্যন্তরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এরই মধ্যে কিছু মেশিন পুড়ে যায়।

এ ব্যাপারে তুলার কারখানার মালিক আব্দুর রাজ্জাক প্রামাণিক জানান, তার প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার ফজলুর রহমান জানান, মিলে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে, অধিকাংশ যন্ত্রাংশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।