ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জানুয়ারি ৩০, ২০১৮
ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৯ গ্রেফতার ৯ মাদক বিক্রেতা

ময়মনসিংহ: ময়মনসিংহে মাদকবিরোধী পৃথক অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ নয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এসএ নেওয়াজী।

এসময় তিনি বলেন, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানে মাসকান্দা ও চরপাড়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ছানোয়ার হোসেন (২২) ও ২০০ পিস ইয়াবাসহ আম্বিয়াকে গ্রেফতার করা হয়।

একই দলের অভিযানে রাতেই ৫০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) এবং ২৫০ পিস ইয়াবাসহ অন্তর (২০), আরাফাত (২০) ও সুজনকে (২৮) গ্রেফতার করা হয়।

এছাড়া রাতেই ডিবি’র এসআই আনোয়ার হোসেন ও এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে আরেকটি দল পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ কামরুল (৪৫) এবং ২০০ পিস ইয়াবাসহ ছফি (২৫) ও গিয়াস উদ্দিনকে (৩০) গ্রেফতার করে।

ময়মনসিংহ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।