ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, জানুয়ারি ২৮, ২০১৮
রোহিঙ্গাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ অন্যরা

কক্সবাজার: রোহিঙ্গাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো বলেছেন, তাদের প্রতি ইন্দোনেশিয়ার জনগণের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন আমাদের সরকার ত্রাণ, চিকিৎসাসহ মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় এবং সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
 
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার থাইংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।


 
এসময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন তিনি। তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনের সহিংসতার বিবরণ শুনেন।

এসময় ইন্দোনেশিয়া সরকারের দেয়া মেডিকেল ক্যাম্প, স্কুল, ত্রাণ কেন্দ্র এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস দেন।  

সফরসঙ্গী হিসেবে ফাস্ট লেডি ইরিয়ান জোকো উইদাদো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, জাতিসংঘর শরণার্থী বিষয়ক হাই কমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম‘র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দুপুর ১টার দিক প্লেনে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এবং সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
টিটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।