ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, জানুয়ারি ২১, ২০১৮
কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ কাশোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন।

রাসেল আহমেদ তুহিনের ব্যক্তিগত সহায়তায় ২৭০ জন দুস্থ শীতার্তদের এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলিল লেখক মোহাম্মদ আলী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. আনোয়ার কামাল, জেলা পরিষদ সদস্য  মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, মহিনন্দ ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, মো. সাদেকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।