ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জানুয়ারি ২১, ২০১৮
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

ঢাকা: রাজধানীর বছিলা এলাকা থেকে মোতালেব হোসেন নামে শিক্ষা মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা।

রোববার (২১ জানুযারি) বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) রাতে নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে বলা হয়, শনিবার বিকেলে হাজারীবাগের বছিলা ব্রিজের কাছে নির্মাণাধীন নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হন।

তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

জানা গেছে, মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তি‌নি রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী কর্মচারী নাসির উদ্দিন নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসজেএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।