ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

বনানীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জানুয়ারি ১৫, ২০১৮
বনানীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ২

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় রিজার্ভ ট্যাংক পরিস্কারের সময় বিস্ফোরণ হয়ে দুইজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এলাকার ২৩ নাম্বার রোড, বল্ক ‘এ’ দ্বিতীয় তলার একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল-আমিন (৩০), ও জসিম (৪০)।

তারা দু’জনেই উত্তরা মেম্বার বাড়ি এলাকায় থাকেন বলে জানা গেছে।  

দগ্ধদের বরাদ দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিস্কারের সময় হঠাৎ বিস্ফরণ হয়ে ওই দুই ব্যক্তি দগ্ধ হন। তাদের ঢামেক কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।  

ঢামেক মেডিকেলের বার্ণ ইউনিটের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো জানান, আল-আমিনের ৯৮ শতাংশ ও জসিমের ৯৯ শতাংশ শরীর ঝলসে গেছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।