ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

জগন্নাথপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জানুয়ারি ১৫, ২০১৮
জগন্নাথপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তানিয়া আক্তার মোহনা নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহনা সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ ওরফে মনি মিয়ার মেয়ে।

তিনি কলকলিয়া ইউনিয়নের শাহজালাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোহনার মরদেহ তার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আছে দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মেয়েটি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।