ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

কেশবপুরে দুই ইটভাটা মালিকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, জানুয়ারি ১৫, ২০১৮
কেশবপুরে দুই ইটভাটা মালিকের কারাদণ্ড

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় দুই ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিজানূর রহমান এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কেশবপুরের ‘রোমান ব্রিকস’র মালিক ও সাতবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান এবং পৌর এলাকার ‘জামান ব্রিকস’র মালিক ভোগতি গ্রামের মমতাজ বেগম।

বিচারক মিজানূর রহমান বাংলানিউজকে বলেন, ইটভাটা লাইসেন্সের শর্ত না মেনে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ভাটা স্থাপন করায় ওই দুই ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানাসহ ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।