ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সিএনজি-অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জানুয়ারি ১৪, ২০১৮
সিএনজি-অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা: ১৫ জানুয়ারি থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
 

রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) চেয়ারম্যান মশিউর রহমানের সঙ্গে আলোচনা শেষে সংগঠনের পক্ষে থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের আট দফা দাবি আদায়ের শর্তে পূর্ব নির্ধারিত লাগাতার এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, শ্রমিক ঐক্য পরিষদ ১৫ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত লাগাতার ধর্মঘটের ডাক দেয়।
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বিআরটিএ’র কর্মকর্তারা, ঐক্য পরিষদের পক্ষে আহ্বায়ক আজিজুল হক মুক্ত, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী এবং সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।