ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হলো মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, ডিসেম্বর ২৩, ২০১৭
আখেরি মোনাজাতে শেষ হলো মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মার্কাস মসজিদের মুরুব্বি মাওলানা ওমর ফারুক। মোনাজাতে দেশ ও জাতি এবং সারা বিশ্বের মুসলমানদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু করা হয়।

এবারের ইজতেমায় জেলা ও জেলার বাইরের লাখো ধর্মপ্রাণ মুসল্লি আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমায় ছুটে আসেন।

আখেরি মোনাজাতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফিজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।