ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

মোংলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, ডিসেম্বর ২২, ২০১৭
মোংলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে লাইজু বেগম (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকর খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। লাইজু ওই গ্রামের মহিউদ্দিন মৃধার (২৮) স্ত্রী।

মোংলা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে লাইজুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।