ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

মধুপুরে বাসায় আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ডিসেম্বর ২২, ২০১৭
মধুপুরে বাসায় আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের একটি বাসায় আগুন লেগে আসবাপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের ময়মনসিংহ সড়কের চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  ইব্রাহিম মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই বাসায় আগুন লেগে যায়। পরে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ইব্রাহিম মাস্টারের জামাতা আব্দুল বারেক বাংলানিউজকে জানান, আগুন লেগে বাসার চারটি কক্ষ ও আসবাপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।