ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

জাতীয় প্রেসক্লাবে ২৮ ডিসেম্বরের মধ্যে সদস্যপদের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, ডিসেম্বর ২১, ২০১৭
জাতীয় প্রেসক্লাবে ২৮ ডিসেম্বরের মধ্যে সদস্যপদের দাবি বিক্ষোভ সমাবেশ-ছবি-সুমন শেখ

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সদস্যপদের দাবিতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম। তারা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সদস্যপদ না দিলে পুনরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত ফোরামের আহ্বায়ক মান্নান মারুফের সভাপতিত্বে ওই সমাবেশে সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, কতিপয় জুনিয়রদের সদস্যপদ দেওয়া হলেও অনেক সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্যপদ পাননি।

তাই সাংবাদিকদের ন্যায্য দাবি তাদের প্রেসক্লাবের সদস্যপদ দিতে হবে। অন্যথায় সদস্যপদ বঞ্চিত সব সাংবাদিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।  

সমাবেশে ফোরামের সদস্য সচিব জয়ন্ত আচার্য, সিনিয়র সাংবাদিক ওসমান গনি বাবুল, রাশেদুল হক, তারেক সালমান, মো. মামুন শেখ, আব্দুল লতিফ রানা, মো. রানা সর্নামত, মো. মিথুন, মো. সেলিম শেখ, ওয়াহিদুজ্জামান, বাদল নুর, সমিরন রায় প্রমুখ বক্তব্য দেন।  

এর আগে গত ১৩ ডিসেম্বর বুধবার একই দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম। ওই সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আমান উদ-দৌলা।

 বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।