ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

নগরজীবনের সংকট সমাধানে বরিশালে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, ডিসেম্বর ১৫, ২০১৭
নগরজীবনের সংকট সমাধানে বরিশালে মতবিনিময় মতবিনিময় সভা বাসদের নেতা কর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে হোল্ডিং ট্যাক্স কমানো এবং নগরজীবনে সংকট সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরের মাতৃছায়া কিন্ডার গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

বাসদ বরিশাল জেলা শাখার সভাপতি ইমরান হাবিব নূর রুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সংগঠক মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি রুস্তম আলী হাওলাদার ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের জেলা শাখার সভাপতি জোহরা রেখা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হোল্ডিং ট্যাক্স কমানো, রাস্তা-ঘাটের উন্নয়ন, পানির সংকট নিরসনসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।