ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, ডিসেম্বর ১৫, ২০১৭
হবিগঞ্জে প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের সকল বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিউবো সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।

 

উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।  

প্রকল্পের পরিচালক কেএম নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, জুন মাসের মধ্যেই হবিগঞ্জ শহরে প্রি-পেমেন্ট মিটার লাগানোর কাজ শেষ হবে। এ কাজে ব্যয় হবে ১৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা। এই প্রকল্প চালু হলে গ্রাহকের ভোগান্তি কমবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসম্বের ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।