ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, ডিসেম্বর ১৩, ২০১৭
কুড়িগ্রামে কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর এলাকায় কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নুরজামাল মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সংঘর্ষ হয়। ঘটনার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হলোখানা ইউনিয়নের চর এলাকার জমির মালিক এনামুল হক ও তার পরিবারের লোকজন শ্রমিকদের সঙ্গে নিয়ে কাশবন কাটতে গেলে প্রতিপক্ষ একরামুল হক হামলা চালালে সংঘর্ষ বাধে।

এসময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন হলোখানা মৌজার নুরজামাল মণ্ডল (৫৫)। আহত হন আরও ১০ জন। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গত ৯ ডিসেম্বর একই কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে এনামুল এবং একরামুলের মধ্যে বিরোধ চলছিলো।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এফইএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।