ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মাহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ডিসেম্বর ৮, ২০১৭
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মাহত্যা

ঢাকা: রাজধানীর তেজগাঁও বেগুন বাড়ী এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে লাকি আক্তার (১৮) নামে এক তরুণী আত্মাহত্যা করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আবদুল মালেকের মেয়ে।

তিনি রাজধানীর তেজগাঁওয়ের বেগুন বাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বড় বোন লাভলী জানান, লাকি খুব রাগি ছিল। হঠাৎ রাগ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭ 
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।